কনে সাজাতে দেরি হওয়ায় বর-কনে পক্ষের সংঘর্ষ, আহত ১২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ এএম, ৬ জুন,রবিবার,২০২১ | আপডেট: ১০:৩২ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
পটুয়াখালীতে এক বিয়ে বাড়িতে বর ও কনে পক্ষের মধ্যে তুলকালাম ঘটনা ঘটেছে। শ্বশুরবাড়ি থেকে কনেকে সাজাতে দেরি করায় লাঠিসোটা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ঘটে যাওয়া এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার (৪ জুন) বিকেলে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সাহেবের সাথে পার্শ্ববর্তী মৌডুবী ইউনিয়নের মাঝের গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বরপক্ষ এসে কনেকে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। দুইদিন পর শুক্রবার কনেপক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যান। বিকেলে খাবার শেষে কনেকে সাজাতে দেরি করা নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লোকজন লাঠিসাটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। পরে নিজেদের মধ্যে মীমাংসার পর বর ও কনেকে নিয়ে বাড়ি ফেরে কনে পক্ষের লোকজনেরা।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি। আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছি স্বামী-স্ত্রীকে নিয়ে গেছেন কন্যাপক্ষ।