তাড়াইলে প্রাণী প্রদর্শনীতে ষাঁর রাজা বাবু পুরস্কৃত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৩ পিএম, ৫ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০৩:১২ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
তাড়াইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যাবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার (৫ জুন) দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাড়াইল উপজেলা ৭১ভাস্কর্য এর চত্তরে শুরু হয় এ প্রদর্শনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২১ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীন, নাজমুল হক আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান, বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগম।
এই প্রদর্শনীতে ২০ টি স্টলে বিভিন্ন জাতের গরু মধ্যে ১ নংস্টলের রাহেলার গ্রামের মোঃ বাদল মিয়ার, রাজা বাবু নামের ১৪ শ কেজি উজনের ষারটি সেরা হিসাবে গ্রহন যোগ্য এবং পুরস্কৃত করা হয়, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হবে।
প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগম, বলেন ভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরজাহান বেগম বলেন, এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে আমরা বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা দিয়ে আসছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।