সেপ্টেম্বরে খুলে দেওয়া হবে পায়রা সেতু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৯ পিএম, ৫ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০৫:৩০ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বরিশাল- পটুয়াখালী সড়কের পায়রা নদীতে নির্মিত সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেপ্টেম্বরে। ২০১৩ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন। ২০১৬ সনের ২৪ জুলাই কাজ শুরু হয়।
কার্যাদেশে ৩৩ মাস থাকলেও ২ দফা সময় বাড়িয়ে ২০২২ সনের জুনে শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আগেই খুলে দেওয়া হবে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর।
গতকাল শুক্রবার (৪ জুন) সেতুর কাজ দেখতে এসে তিনি এ তথ্য জানান।
১ হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্য ও ১৯.৭৬ মিটার প্রস্থের ৪ লেনের সেতুটি চট্টগ্রামের ৩য় কর্ণফুলী সেতুর আদলে নির্মাণ করছেন চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড এন্ড ব্রীজ কোম্পানি লিমিটেড।
সেতু তৈরির ১ হাজার ৪৪৭ কোটি টাকা কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর যৌথভাবে সহায়তা করছেন। মূল সেতুর ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখন সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।
সেপ্টেম্বরে খুলে দেওয়ার খবরে পটুয়াখালী বাসী আনন্দিত ও খুশি। এ সেতুতে যান চলাচল শুরু হলে কুয়াকাটা সমুদ্র সৈকতের দেশি- বিদেশি পর্যটক পৃথিবীর দীর্ঘতম সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার ভীড় বেড়ে যাবে।