বগুড়া শাহীন শিক্ষা পরিবারের ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৬ এএম, ৫ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৩৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
স্বাস্থ্যবিধি অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় বগুড়া শহরের জলেশ্বরী তলায় শাহীন শিক্ষা পরিবার নামক একটি কোচিং সেন্টার কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এছাড়াও বগুড়া শহরের রাজাবাজার, উপশহর বাজার, কালীতলা বাজার, কলোনী বাজার, শাহ ফতেহ আলী বাজার এবং বকশী বাজারের পেয়াজের বিভিন্ন আড়ত সহ পাইকারী এবং খুচরা বাজারে অভিযান পরিচালনা করে ৪ টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
আজ শুক্রবার (৪ জুন) সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।
জেলা প্রশাসনের করোনায় স্বাস্থ্য বিধি অমান্য করা ও ভোক্তা অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।