জিয়া পরিবারের জন্য নিবেদিত প্রাণ হাই সিদ্দিকী রনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৯ পিএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৩৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আব্দুল হাই সিদ্দিকী রনি বগুড়ার শাজাহানপুরে খরনা ইউনিয়ন বাসীর কাছে মানবতার নেতা হিসেবে পরিচিত। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়ায় সব্বোর্চ ডিগ্রী নিয়ে চাকুরি না করে মানবসেবার উদ্দেশ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে জাতীয়তাবাদী রাজনীতিতে জড়িয়ে পড়েন।
জেল জুলুম মামলা হামলা উপেক্ষা করে রাজপথে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন। সাংগঠনিক তৎপরতার কারেণ নিজ যোগ্যতার বলে অর্জন করে নিয়েছেন খরনা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়কের পদ। বিএনপির দু:সময়ের এই কান্ডারী জিয়া পরিবারের জন্য নিবেদিত প্রাণ হিসেবে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। পেশা ব্যবসা থেকে অর্জিত লাভের একটি অংশ ব্যয় করছেন মানব সেবায়।
দলীয় কেন্দ্রীয় সকল কর্মসূচি সফল ভাবে পালন করেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনাকালে ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক ত্রাণ সহায়তা প্রদান করেছেন। পাশাপাশি জিয়া পরিবারের মঙ্গল কামনায় মাঝে মধ্যেই দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। দলীয় অসচ্ছল নেতাকর্মীদের অর্থনৈতিক ভাবে ব্যাপক সহায়তাও করেন তরুণ প্রজন্মের এই নেতা। আগামী দিনে জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে খরনা ইউনিয়নবাসীর খাদেম হিসেবে কাজ করতে চান তিনি।
গতকাল বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে খরনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ওমর দীঘি স্ট্যান্ডে প্রায় তিন শতাধিক অসহায় মানুষের মাঝে হাই সিদ্দিকী রনি খাবার বিতরণ করেছেন। এর পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় ওমরদীঘি বাজার মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে আব্দুল হাই সিদ্দিকী রনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, সদস্য এনামুল হক শাহীন, হারেজ উদ্দিন, আনোয়ার হোসেন, শাহিনুর রহমান শাহিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, আড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহসীন আলী, বিএনপি নেতা বাদশা, জাহাঙ্গীর, বেলাল, হেলাল, খরনা ইউনিয়ন বিএনপি নেতা মহসিন আলী সাজু, আমিনুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আরমান হোসেন রকি, যুবদল নেতা সাজ্জাদুর রহমান সাজু, সানোয়ার, আবুল কাশেম, বাবুল আক্তার, জিয়াউল, জয়নাল, ছাত্রদল নেতা মামুন, জিহাদ, স্বেচ্ছাসেবকদল নেতা জাকারিয়া নাইম প্রমুখ ।