ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্টিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩২ পিএম, ৩ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৩৬ এএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
সারাদেশের ন্যায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন অবহিত করন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্টিত হয়।
আজ বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা অফিসার ডা: মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্টি হয় ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূইয়া।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার এসআই মোঃ আরিফুজ্জামান আরিফ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আরিফুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার মোঃ মামুনুর রশিদ, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিক মোঃ আফজাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক এর নার্সিং সুপারভাইর মোছাঃ বিলকিস বেগম, নার্সিং সুপারভাইর হামিদা খাতুন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভাটির সঞ্চলনায় ছিলেন, ডেন্টাল সার্জেন ডা: মোঃ সাজেদুল ইসলাম। আয়োজনে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলবাড়ী। বাস্তবায়নে ছিলেন, পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যান মন্ত্রনালয়।