নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৩ পিএম, ৩ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:১৮ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নাটোরের বড়াইগ্রামে শয়নঘরে শাহিনুর বেগম (৩৪) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ জুন) ভোরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহিনুর ওই এলাকার রাশিদুল ইসলামের (৩৮) স্ত্রী।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, লালপুরের ওয়ালিয়া এলাকার খলিল সাহর মেয়ে শাহিনুরের সঙ্গে উপজেলার ভবানিপুর পশ্চিমপাড়া এলাকার রাশেদুল ইসলামের বিয়ে হয়। রাশিদুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়েন। তিনদিন আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে রাশিদুল ঢাকায় যান রিকশা চালাতে।
গতকাল বুধবার রাতে শাহিনুর রাতের খাবার খেয়ে দুই বছর বয়সী মেয়েকে নিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে দুই বছর বয়সী ওই মেয়ের কান্নাকাটিতে প্রতিবেশীদের ঘুম ভাঙে। পরে তারা এসে শাহিনুরের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
তিনি বলেন, খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং মৃতদেহের সুরতহাল তৈরি করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে রহস্য উদঘাটনে অনুসন্ধানে নেমেছে তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
গৃহবধূ শাহিনুরের ভাই নূর ইসলাম জানান, তার বোন নয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। এর বাইরে তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খবর পেয়ে তিনি বোনের বাড়িতে এসে শয়নঘরে মৃতদেহ দেখতে পেয়েছেন। তার দুই হাতের রগ ও গলায় কাটা জখম রয়েছে।
তিনি হত্যাকাণ্ডের বিষয়ে বোনের স্বামী রাশিদুল ইসলামকে সন্দেহ করছেন বলেও জানান।