পোড়াদহে রেলের জায়গার অর্ধশত গাছ কেটে নিলো প্রভাবশালী হাজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪১ পিএম, ৩ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:০২ এএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ কামারডাঙা এলাকার রেলের জায়গা থেকে প্রায় অর্ধশত গাছ কেটে নিল এলাকার প্রভাবশালী এক হাজি । এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার (২ জুন) স্থানীয়রা জানান, ভোর থেকে ৬ জন শ্রমিকের সহযোগিতায় এই গাছ কর্তন করে। একে একে গাছ গুলো কেটে ইঞ্জিন চালিত ট্রলিতে করে মুহুর্তেই গাছের গুড়ি গুলো সেখান থেকে সরিয়ে নেয়া হয় করাত কলে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুষ্টিয়ারর মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কামাডরডাঙ্গা গ্রামের মৃত জিবত মালিথার ছেলে স্থানীয় প্রভাবশালী হাজি রফকুল মালিথা ৬ জন শ্রমিক দিয়ে গাছ কাটছেন। সেখানে কর্মরত শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান, জনপ্রতি সাড়ে ৩শত টাকা হাজিরায় ছয়জন গাছ কাটার কাজ করছে।
এছাড়াও গাছ গুলো সেখান থেকে দ্রুত সরিয়ে নিতে কয়েকটি ইঞ্জিন চালিত ট্রলি ভাড়া করা হয়েছে। যিনি গাছ কাটার জন্য আমাদের নিয়ে এসেছে তিনি রফকুল হাজী নামে পরিচিত।
রেলওয়ে জায়গা থেকে প্রায় ৫ লক্ষ টাকার গাছ কর্তন করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তিনি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাইনি স্থানীয়রা। সেখানে ফলজ-বনজ ও কাঠের প্রায় অর্ধশত গাছ ছিল বলে জানান আশপাশের লোকজন।
এ ব্যাপারে রফকুল হাজীর সাথে কথা বললে তিনি বলেন, আমার ভুল হয়ে গেছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধও জানান।
তিনি বলেন, এখানে গাছ গুলো পড়ে ট্রেন চলাচলের বিঘ্ন ঘটতে পারে। এইজন্য রেলওয়ে কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়ে এই গাছগুলো কাঁটছি। সেখানে গাছের প্রায় অর্ধশত গুড়ি থাকলেও তিনি মাত্র কয়েকটি গাছ কাটার কথা স্বীকার করেন।
অথচ সব গুলো গাছে কেটে সাবাড় করার কথা স্বীকার করেন উপস্থিত শ্রমিকরা। তারা এটাও জানান, গাছগুলো ট্রলি যোগে পোড়াদহে একটি স'মিলে ফাড়াই করার জন্য নিয়ে গেছে ওই হাজী।
এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে কানুনগো রাজিবুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই, তবে খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।