সীতাকুণ্ডে গভীর রাতে বসতঘরে হামলা, মালামাল লুট, আহত- ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৬ পিএম, ৩১ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৩৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গতকাল গতকাল রবিবার (৩০ মে) গভীর রাতে এক দল সন্ত্রাসী পূর্ব শক্রতার জের ধরে মোঃ আলীর ঘরে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগ করে মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত আলী বলেন, সন্ত্রাসী টিটুর নেতৃত্ব ২০/৩০ জনের একটি দল আমার বসত ঘরে হামলা চালিয়ে ঘরের দরজা জানালা ভাঙচুর করে নগদ অর্থ প্রায় এক লাখ টাকা, ৩ ভরি স্বর্ণ, একটি মোবাইল ফোন, লুট করে নিয়ে যায়।
হামলাকারী টিটুর নেতৃত্বে মহিউদ্দীন (৪০), মিন্টু (৩০), আজম (৪২), নবী (৪৩), জামাল (৪০), আবুল কালাম (২৬), সালাউদ্দীন (৩০), আলমগীর ৩২), জাহাঙ্গীর, নুরুদ্দীন সহ ২০/৩০ জনের একটি দল হামলার ঘটনাটি ঘটিয়েছে বলেও দাবি করেন আলী।
ঐ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন কামরুল হোসেন (২৮),পারভেজ (১৮), হারুন (৩৫), কহিনুর (৩০), ছেনুয়ারা (৫২) সহ আরো ৪/৫ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে সীতাকুণ্ড সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এই দিকে স্থানীয় ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন মোঃ আলী নামের একজন লোককে রাতের অন্ধকারে এলাকার ৪/৫জনের একটি দল হামলা চালিয়েছে, মারধর করেছে বলে শুনেছি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাঁসপাতালে ভর্তি করে। বাকি বিষয় আমি জানিনা।
এইদিকে সীতাকুণ্ড মডেল থানার এস আই ইলিয়াছ মাহমুদ বলেন গভীর রাতে ৯৯৯ ডাকাতির ঘটনার ফোন পেয়ে ঘটনার স্থলে গিয়ে দেখতে পাই আতশ বাজিকে কেন্দ্র করে দুইটি গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনা বা ভাঙচুরের বিষয় আমি দেখতে পাইনি।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন বাঁশবাড়িয়া এলাকার কোন ঘটনার অভিযোগ বা মামলা করতে কেউ আসেনি। রাতে বাঁশবাড়িয়া থেকে ৯৯৯ এ একটি কল এসেছে, তার প্রেক্ষিতে ঘটনাস্থলে এসআই ইলিয়াছ গিয়াছিল।