ভালুকায় অমর একুশে বই মেলা আয়োজনে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২২ পিএম, ১৫ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০২:৪১ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহের ভালুকায় প্রতি বছরের মতো সপ্তাহ ব্যাপী ভাষা সৈনিক মোস্তফা মতিন অমর একুশে বই মেলা আয়োজনের লক্ষ্যে শিল্পী, সংগঠক ও সংস্কৃতি কর্মীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে ভালুকা বাজারস্থ ব্যাক্তিগত কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন ভাষা সৈনিক মোস্তফা মতিনের কন্যা ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
সভায় প্রতি বছরের ন্যায় ২১ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ভালুকা উপজেলা পরিষদ চত্বরে ভাষা সৈনিক মোস্তফা মতিন অমর একুশে বই মেলা আয়োজনে সর্বাত্নক প্রস্তুতি গ্রহন ও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
মনিরা সুলতানা মনি এমপি বলেন, একুশে বই মেলা ভালুকার মানুষ নির্মল বিনোদন হিসেবে গ্রহন করে থাকে। এটি বাঙ্গালী সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। করোনা কালীন সময়ে সব কিছু স্থবির হয়ে আছে। ধীরে ধীরে সব কিছুকেই পুরনো ছন্দে নিয়ে যেতে হবে। সব অঙ্গনের মতো স্থানীয় সংস্কৃতি অঙ্গনও স্থবির হয়ে আছে। মেলাকে ঘিরে শিল্পীরা স্থবিরতা কাটিয়ে শিল্পীরা আগের মতো জাগ্রত হয়ে উঠুক। এ সময় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে সমস্যা ও সম্ভাবনাসহ নানা দিক তুলে ধরেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ,বাটাজোর কলেজের প্রভাষক আফজাল হোসেন, বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পী ও সুরবীণা সাংস্কৃতিক সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম রফিক, আওয়ামী শিল্পী গোষ্ঠীর আহ্বায়ক ও সুরলহরী সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক প্রবীর ভৌমিক, ভালুকা সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক আলী আহসান কবীর, আওয়ামী শিল্পী গোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী রানা, সুরধ্বনী শিল্পী কল্যান গোষ্টীর সঙ্গীত সম্পাদক উত্তম কুমার, সপ্তসুর সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক আশিকুর রহমান শ্রাবন, কলকাকলী সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক সুজন খানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।