দিনকাল টিপ্পনী
সজীব আকবর, দিনকাল
প্রকাশ: ০৭:৩৫ পিএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১১:২২ পিএম, ১ ডিসেম্বর,রবিবার,২০২৪
আড়াই লক্ষ মামলা আছে
বিএনপিরও নামে,
এসব কথা ভাবলে ভাইয়া
শরীর শুধুই ঘামে।
কি অপরাধ, কি-যে ফল্ট
কেউ জানেনা কিছু,
১৮ বছর তবু পুলিশ
লেগে ছিলো পিছু।
১৭ বছর তারেক জিয়া
আসেনি আর দেশে,
৮২ মামলার আসামি সেও
হলো অবশেষে।
বন্ধ করো যাত্রা পালা
বন্ধ করো নাটক,
সাহস থাকলে শেখ হাসিনার
করতে পারো আটক।
বিএনপির সকল মামলার
চাইযে অবসান,
চাইনা রোজ শুনতে আর
ভাঙা ক্যাসেটের গান।
০৫/১১/২০২৪