দিনকাল টিপ্পনী
সজীব আকবর, দিনকাল
প্রকাশ: ০৬:১৪ পিএম, ২০ অক্টোবর,রবিবার,২০২৪ | আপডেট: ০৩:১৭ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
(খবর : গণভবনের ইশারায় ২০১৩ সালে বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির সামনে বালুর ট্রাক রেখে পথ রুদ্ধ করে "মার্চ ফর ডেমোক্রেসি" বানচাল করতে চেয়েছিলো ওসি রফিকুল)
শেখ হাসিনার খাদেম ছিলো
রফিকুল নামের ওসি,
গুলশানে তার কাণ্ড দেখে
সবাই করে ছিঃ ছিঃ।
খালেদা জিয়ার বাড়ির সামনে
বালুর ট্রাক রেখে,
"মার্চ ফর ডেমোক্রেসি"
রাখবে তারা ঢেকে!!
কোথায় ওসির গোলামগিরি
কোথায় রিভলবার,
চারদিনের রিমান্ড খেটেই
শরীরটা ছারখার।
শোনরে গোলাম রফিক ওসি
শেখ হাসিনার চাঁই,
বেগম জিয়ার আন্দোলন কী
রুদ্ধ করা যায় ???
(২০/১০/২০২৪)