দিনকাল টিপ্পনী
সজীব আকবর, দিনকাল
প্রকাশ: ১০:১৩ এএম, ১১ অক্টোবর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০২:০০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
(খবর : যানজটে স্থবির রাজধানী : পাত্তা নেই ট্রাফিক পুলিশের!)
যানজটে রোজ যায় ধুয়ে যায়
হাজার কোটি ঘণ্টা,
আসতে যেতে অফিস পাড়ায়
খিজলে ওঠে মনটা।
তিলোত্তমা এই ঢাকাতে
আইন সবই খাতায়,
আইন ভেঙেই গড়ছে আইন
প্রতি পাতায় পাতায়।
দেরি করে অফিস যেয়ে
রোজ খেতে হয় ঝাড়ি,
মনটা বলে ঢাকা থেকে
গোটাতে পাততাড়ি।
মফস্বলে কাজ কী পাবো
ভাবছি মনে মনে,
যানজটে আজ নাকাল মানুষ
প্রতি ক্ষণেক্ষণে।।
১১/১০/২০২৪