দিনকাল টিপ্পনী
সজীব আকবর, দিনকাল
প্রকাশ: ০৮:৪১ পিএম, ৭ অক্টোবর,সোমবার,২০২৪ | আপডেট: ০৭:৫৮ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
(খবর : সাবেক আইনমন্ত্রী আনিসুলের বান্ধবী তৌফিকাও শত শত কোটি টাকার মালিক!!)
লুটপাটের এই দেশেতে
সকল কিছুই ফাঁকা,
আনিসুলের বান্ধবীর কাছেও
শতকোটি টাকা।
আলুর দোষে দুষ্ট আনিস
হাজার কোটির মালিক,
তুমি আমি ময়না ঘুঘু
কিম্বা ধরো শালিক।
কোথায় গেলো ভায়াগ্রা
কোথায় টাকার গরম,
আনিসুলের রক্ষিতাও
পাচ্ছে এখন শরম।।
দুদকের জালে এখন
সকল কিছু রুদ্ধ,
আমজনতাও এদের প্রতি
ভীষণ রকম ক্ষুদ্ধ।।
(০৭/১০/২০২৪)