ভার্চুয়াল নয় সরাসরিই হবে একুশে বইমেলা: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০২ এএম, ১৮ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৩:১২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভার্চুয়াল নয় সরাসরিই অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আজ রোববার দুপুরে বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগে করোনাভাইরাসের কারণে এ বছর ভার্চুয়ালি বইমেলা হওয়ার কথা জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে। অনুষ্ঠেয় বইমেলার জন্য সম্ভাব্য তিনটি তারিখ প্রস্তাব করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ভার্চুয়াল নয়, বইমেলা সরাসরিই হবে। তবে তারিখ নির্ধারিত হয়নি। মেলা উদ্বোধনের জন্য তিনটি তারিখ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে সংস্কৃতি মন্ত্রণালয়, যা ২০শে ফেব্রুয়ারি, ১৭ ও ২৭শে মার্চ হতে পারে। অথবা প্রধানমন্ত্রী নিজে তারিখ নির্ধারণ করে দিতে পারেন বলে জানান তিনি।।