হাসান আজিজুল হকের মৃত্যুতে বিএনপি মহাসচিব এর শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৩ পিএম, ১৬ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:০৮ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক, উপন্যাসিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক হাসান আজিজুল হক গতরাতে রাজশাহীর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। কীর্তিমান এই কথাসাহিত্যিক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "হাসান আজিজুল হক কেবলমাত্র একজন প্রখ্যাত কথাসাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন প্রগতিশীল চিন্তা ও আন্দোলনের অন্যতম পথিকৃত। হাসান আজিজুল হক এর মৃত্যুতে দেশ সত্যিকারের একজন বরেণ্য সাহিত্যিককে হারালো, যার অভাব সহজে পূরণ হবার নয়। তাঁর উপন্যাসে অন্যায়, অবিচার ও জনসমাজে বিদ্যমান নানা অভিঘাতের তীব্র প্রতিফলন দেখা যায়। তাঁর লেখনি শাণিত ও মনণঋদ্ধ। পৃথিবী থেকে তাঁর চিরবিদায় বাংলা সাহিত্যের জন্য এক বড় ধরণের ক্ষতি। ব্যক্তিজীবনে আন্তরিক, সজ্জন ও বিনয়ী হাসান আজিজুল হকের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী।
দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি হাসান আজিজুল হক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডঃ রুহুল কবির রিজভী'র শোকবার্তা
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাকসু'র সাবেক ভিপি এ্যাডভোকেট রুহুল কবির রিজভী পৃথক শোকবার্তায় খ্যাতিমান কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, তিনি যে রাজনৈতিক মতবাদেই বিশ্বাসী হোন না কেন, শিক্ষক হিসেবে ছিলেন ছাত্রবৎসল, সর্বজনীন ও দলমতের উর্দ্ধে। কথাসাহিত্যিক, উপন্যাসিক, প্রাবন্ধিক ও কলামিষ্ট হিসেবে তাঁর অবদান বাংলা ভাষাকে একটি বিশেষ মাত্রা দিয়েছে। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
এ্যাডভোকেট রুহুল কবির রিজভী শোকবার্তায় হাসান আজিজুল হক এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক বিহব্বল পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।