বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগে অনিয়ম ভিসির বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩০ এএম, ১৭ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:৫৫ পিএম, ১২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রংপুর বেগম রোকেয়া বিশ্ববদ্যালয়ে বিভাগীয় প্রধান নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আইন লঙ্ঘন করে ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ তার আস্থাভাজনদের বিভাগীয় প্রধান পদে বসিয়ে অবশিষ্ট বিভাগগুলো নিজ দায়িত্বে রেখেছেন বলে জানা গেছে। যা প্রচলিত আইনে ক্ষমতার অপব্যাবহারের শামিল। তার এই পদক্ষেপে একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আবু কালাম ফরিদ-উল ইসলাম। তিনি এসব অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন-২০০৯ অনুযায়ী কোনো বিভাগে অধ্যাপক না থাকলে ভাইস-চ্যান্সেলর সহযোগী অধ্যাপকের মধ্যে থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে একজনকে বিভাগীয় প্রধান নিযুক্ত করার বিধান। তবে অধ্যাপক পদ মর্যাদার কোনো শিক্ষক উক্ত বিভাগে পাওয়া না গেলে সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ শিক্ষককে বিভাগীয় প্রধান করা যাবে। কিন্তু সহযোগী অধ্যাপকের নিচের কোনো পদধারীকে বিভাগীয় প্রধান নিযুক্ত করা যাবে না।
কর্মরত শিক্ষকদের অভিযোগ, ভিসি এসব নিয়ম-কানুন মানেন না। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শঙ্খলা রক্ষার স্বার্থে দ্রুত এসব অনিয়মের প্রতিকার চেয়েছেন। এ বিষয়ে ড. কলিম উল্লাহর সাথে কথা বলার চেষ্টা করেও কথা বলা যায়নি।