নূরুন নাহার সুফিয়া কামরুন আল কোরআন শিক্ষালয় এর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৯ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:০৭ পিএম, ১৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২৪
প্রখ্যাত শিক্ষিকা নূরুন নাহার সুফিয়া কামরুন ওরফে হাওয়া ম্যাডাম এর স্মৃতিতে তার সাবেক বাসভবনে ধুনটে কোরআন হাফেজ সহ আধুনিক শিক্ষালয় এতিম শিশুদের গড়ে তুলতে আল কোরআন শিক্ষালয় এর উদ্বোধন করেন হাওয়ার ছোট বোন আকতামা বেগম, নাতি রায়েস রশিদ মাহমুদ। পৃষ্টোপষোকতায় রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রেজাউল হক শান্তি।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমার ভাগনে এবং এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার মোঃ আখতার মাহমুদ। সম্পাদনায় রয়েছেন ইছামতি ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক আই. এ. এম ফয়জুল করিম (খালিদ), ভাতিজা এডভোকেট রওশন উল হক সৃজন, ভাগনে পুলিশ অফিসার ইন্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ মাহমুদ শিশির, সমাজ কর্মী মোঃ সাব্বির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আরিফুল ইসলাম শ্যামল, ধুনট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সলিসিটর সাদিয়া আহমেদ, সমাজ কর্মী ও ডেকোরেটর মালিক সমিতির সভাপতি জনাব আব্দুল মান্নান সহ প্রমুখ।