শায়েস্তাগঞ্জে ২০ টাকা কেজি দরে বই বিক্রি, শিক্ষিকা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ পিএম, ১৮ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৮:৫৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই ২০ টাকা কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগে আয়েশা আক্তার (৪৫) নামে এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৮ জানুয়ারি) সকালে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় মামলা হয়।
গ্রেপ্তার আয়েশা আক্তার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আয়েশা আক্তার তার বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আসা ৪৯০টি সরকারি নতুন বই ২০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। বইগুলোর ওজন ছিল ৭২ কেজি।’
তিনি আরও বলেন, ‘গতকাল বিকেলে বইগুলো ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়। পরে শিক্ষিকাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।’
ওসি নাজমুল হক বলেন, ‘শিক্ষা বিভাগ আয়েশা আক্তারকে গতকাল সন্ধ্যায় থানায় সোপর্দ করে। রাত ১২টায় সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী মামলা করেন। ওই মামলায় শিক্ষিকা আয়েশা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’