বিনএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি : ইবি জিয়া পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২২ পিএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৪৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গতকাল বুধবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের বর্বরোচিত হামলা, হত্যা, গণ-গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ।
আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী এক বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, পুলিশের গুলিতে পল্লবী থানার ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেন হত্যা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, আহত ও হয়রানি করায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
একইসঙ্গে অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাঁধা ও হয়রানি বন্ধের আহ্বান জানাচ্ছি।