বগুড়ায় ১৩ দফা দাবীতে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৭ পিএম, ১৪ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৫০ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ায় মাদরাসার জন্য সতন্ত্র শিক্ষা কার্যক্রম, পাঠ্যপুস্তক প্রণয়ন সহ ১৩ দফা দাবীতে মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে জামিয়াতুল মোদর্রেছীন জেলা শাখা।
আজ সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
মনবন্ধনে বক্তারা পাঠ্য বইয়ে উলঙ্গ ও বেপর্দা নারী-পুরুষের ছবি ছবি ছাপানো, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ডারউইনের বিবর্তনবাদ (মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে) এর তিব্র প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন- বগুড়া জেলা জামিয়াতুল মোদর্রেছীনের সভাপতি মোঃ আব্দুল হাই বারী, সাধারণ সম্পাদক মোঃ রাগেব হাসান ওসমানী সহ উক্ত সংগঠনের বিভিন্ন উপজেলার নেতা-কর্মী ও মাদরাসার শিক্ষকবৃন্দ।