আগামী জানুয়ারি থেকে এক শিফটে চলবে প্রাথমিক বিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ পিএম, ৩০ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৫৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আগামী বছরের জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।
আজ রবিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি। আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করেতে পারব। এতে দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার সম্ভব। মূলত ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হবে।’
আমিনুল ইসলাম আরও বলেন, ‘এক শিফটে স্কুল চলে আমরা তিন ঘণ্টার জায়গায় পাঁচ ঘণ্টা পড়াতে পারব। এতে কোনো শিক্ষক চাকরি হারাবেন না, আবার স্কুলও বন্ধ হবে না।’
দেশে প্রায় ৬৫ হাজার ৬০০টির মতো স্কুল রয়েছে। যার মধ্যে ১০ হাজার ৯১৫টি স্কুলে দুই শিফটে পাঠদান কার্যক্রম চালু আছে।
তিনি আরও বলেন, ‘তিন হাজার ৩৩৭টি স্কুলে শিক্ষক সংখ্যা বেশি। সেগুলো এক শিফটে করে নিচ্ছি। আবার অনেক জায়গায় আছে দুই শিফটে পরিচালিত হয়, কিন্তু শিক্ষার্থী সংখ্যা কম সেগুলোর সংখ্যা ১৩ হাজার ৮০৯টি। যার মধ্যে এক হাজার ৩৪৮ বিদ্যালয়ে রুমের সংখ্যা সাত বা তার বেশি।’