কুয়েট বিশ্ববিদ্যালয় ১৩ই ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৯ পিএম, ৩ ডিসেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৪২ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১৩ই ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. ইসমাইল সাইফুল্লাহ।
কুয়েটের শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো সিন্ডিকেট বৈঠক হয় আজ। সকাল ১০টার দিকে এই বৈঠক শুরু হওয়ার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনিক ভবনে শুরু হওয়া এ সভায় ভাইস চ্যান্সেলরসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যু হয়। অভিযোগ পাওয়া যায়, ওইদিন সকালে কুয়েট ছাত্রলীগ নেতাকর্মীদের লাঞ্ছনা ও অপদস্থের শিকার হওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন।