শিক্ষার্থীদের টিকার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি আছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩২ পিএম, ১০ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৪:২৫ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১২ থেকে ১৭ বছর বয়সের সকল স্কুল-কলেজ শিক্ষার্থীকে ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার প্রস্তুতি চলছে। এ ব্যপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মতি আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ রবিবার (১০ অক্টোবর) দুপুরে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে কোভিড-১৯ ভ্যাকসিন ও সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি চারদিন আগে জেনেভায় সফরে গিয়েছি। সেখানে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেছি। তারা সংক্রমণরোধে ১২ থেকে ১৭ বছর বয়সের সকল স্কুল-কলেজের শিক্ষার্থীকে ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে।
তিনি বলেন, আমাদের কাছে এখন ফাইজারের ৬০ লাখ টিকা মজুত রয়েছে। এই ৬০ লাখ টিকা ৩০ লাখ শিক্ষার্থীকে দেওয়া হবে। এর মধ্যে চলতি মাসে আরও ৭০ লাখ টিকা আসবে। তখন শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে কোনো ঘাটতি পড়বে না।
সরকার আগামী ডিসেম্বর-জানুয়ারীর মধ্যে আট কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকার আওতায় আনতে সক্ষম উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত সাত কোটি ২২ লাখ টিকা পেয়েছি। এর মধ্যে তিন কোটি ৬১ লাখ মানুষকে প্রথম ডোজ এবং এক কোটি ৭৯ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।
তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এখন এক কোটি ৮১ লাখ ডোজ টিকা রয়েছে। তবে সুরক্ষা অ্যাপে নিবন্ধন আছে আরও পাঁচ কোটি ২০ লাখ মানুষের।
তিনি আরও বলেন, আগামী মার্চের মধ্যে ১২ কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে পারবো। এ জনসংখ্যা দেশের ৭০ শতাংশ। তবে এখন করোনা নিয়ন্ত্রণে আসলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জাহিদ মালেক জানান, ইনসেপ্টার কারখানায় টিকা বানানোর ব্যাপারে সবশেষ আপডেট জানা নেই তার।
সাত মাসের স্থবিরতা কাটিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের টিকা ক্রয়ের চুক্তির আওতায় ১০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে এসে পৌঁছেছে।
শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ বিমানে ভারত থেকে এ টিকা দেশে এসে পৌঁছায়। তবে বাকি টিকা পাঠানোর শিডিউল এখনো সেরাম দেয়নি বলে আজ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
এছাড়া দৈনিক টিকা দেওয়ার হার বাড়িয়ে ১০-১৫ লাখ ডোজ করা হবে বলে জানান মন্ত্রী।