এসএসসি-এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৭ পিএম, ২৭ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৮:২২ এএম, ৭ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৪ই নভেম্বর থেকে এসএসসি ও সমমান এবং ২রা ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।
আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময় সূচি প্রকাশ করা হয়।
সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না।
এর আগে, পরীক্ষার সূচি সংক্রান্ত একটি খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এরপরই সকালে এটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
গত শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শেষের দিকে এইচএসসি পরীক্ষা হবে।