শিক্ষার্থীদের করোনার লক্ষণ থাকলেই জানাতে হবে - শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৬ এএম, ২৪ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:৫৬ এএম, ১৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
কোনো শিক্ষার্থীর মধ্যে যদি করোনার বিন্দুমাত্র লক্ষণও থাকে তাহলে তাৎক্ষণিকভাবে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জে এক শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই শিক্ষার্থীর বিষয়ে আমরা খোঁজ নিয়েছি। তার সহপাঠীদের করোনা পরীক্ষা করা হয়েছে। সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি আমাদের সার্বক্ষণিক তদারকিতে আছে।
তিনি বলেন, করোনা এমন একটি ভাইরাস যে কেউ, যেকোনো সময়, যেকোনো স্থানে আক্রান্ত হতে পারে। এ বিষয়ে আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আমার আহ্বান, সবাই যেন নিয়ম মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে আসেন এবং ক্লাস নেন।
তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থীর মাঝে যদি বিন্দুমাত্র করোনার উপসর্গ দেখা দেয় অভিভাবকরা যেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিষয়টি অবগত করেন। শিক্ষক এবং সংশ্লিষ্ট দায়িত্বরতদের এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া আছে। কোথাও যাতে কোনোভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয় সেটির তদারকিও জোরদার করার কথা জানান মন্ত্রী।