৪৩তম বিসিএস : আবেদনের সময় বাড়ানোর দাবি ঢাবি শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৬ এএম, ১১ ডিসেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০১:৫৪ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সময়ে অনার্স শেষ বর্ষের পরীক্ষা নেওয়ারও দাবি জানানো হয়। এ সময় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি পেশ করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ সেশনের শিক্ষার্থী স্নিগ্ধা দেবনাথ বলেন, ‘চতুর্থ বর্ষের পরীক্ষা যাদের হয়ে গেছে, তারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, করোনার কারণে অ্যাকাডেমিক কার্যক্রম শেষ করতে পারিনি। এ কারণে আমরা ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না। এ নিয়ে আমরা খুবই হতাশায় ভুগছি। প্রশাসন যদি আমাদের এই বিষয়টি মানবিকভাবে দেখে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেয় এবং সরকারও যদি বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি করে, তাহলে হতাশার জায়গাটি কাটিয়ে উঠতে পারবো।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাবেদ কায়সার বলেন, ‘পিএসসির প্রতি আমাদের অনুরোধ থাকবে যে, পরীক্ষার আবেদনের সময় যেনো ৩১ জানুয়ারি থেকে ন্যূনতম ছয় মাস থেকে সাত মাস বাড়ায়, এটাই আমাদের চাওয়া।’ নাম প্রকাশে অনিচ্ছুক সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান, ২০১৬-১৭ সেশনের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু করোনার কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় নির্ধারিত সময়ে স্নাতক শেষ করা সম্ভব হয়নি। এর মধ্যে ৪৩তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে। পিএসসির কাছে আমাদের দাবি থাকবে, আবেদনের সময়সীমা যাতে গ্রহণযোগ্য সময় পর্যন্ত বৃদ্ধি করা হয়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনও যেনো বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য দ্রুত সময়ে পরীক্ষা নেয়, অথবা অন্য উপায়ের কথা চিন্তা করে।’ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা।