জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাতবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৬ পিএম, ৩০ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৬:০৫ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
নানা কর্মসুচীর মাধ্যমে জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়।
আজ রবিবার (৩০ মে) সকাল ৮ টায় জেলা বিএনপি'র কার্যালয়ে জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা শ্রমিক দল সহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে।
পরে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাচ ধারন, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও শহীদ জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছূল হক, ফজলুর রহমান, মাসুদ রানা প্রধান, গোলজার হোসেন, আঃ ওয়াহাব প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইট, এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিকুল আলম বুলু, ছাত্রদলের সভাপতি মামুন রশিদ, আদনান, ফিরোজ, আঃ সাত্তার, প্রমুখ।