সর্বক্ষেত্রে ত্রাসের রাজত্ব কায়েম করছে সরকার- ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪২ পিএম, ২৬ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৪৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সম্প্রতি কারামুক্ত চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক, ড্যাব বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেছেন, সবকিছু মিলিয়ে সর্বক্ষেত্রে ত্রাসের রাজত্ব কায়েম করছে এ সরকার। নিজেদের সুবিধা মতো ইচ্ছাকৃতভাবে আইন-আদালত-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বর্তমানে দেশে শাসনের আইন চলছে।
আইনের শাসন বলতে কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতিকালে সিনিয়র জার্নালিস্ট রোজিনা ইসলামকে কিভাবে হেনস্থ করে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক রুহুল আমিন গাজীসহ এখনো কারাগারে আটকে আছেন অনেক রাজনৈতিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি বিশিষ্টজনেরা। আমরা অবিলম্বে তাদের সকলের মুক্তির দাবি জানাচ্ছি।
নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন একথা বলেন।
ফোরামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি’র সভাপতিত্বে সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালী’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় নেত্রী মিসেস জেলী চৌধুরী, ফোরাম নগর কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব রানা, সদস্য এডভোকেট আয়েশা আক্তার সানজি, এডভোকেট আসমা খানম, তাজলিমা আহমদ লিমা, নাসিমা আলম, ফোরাম নগর কমিটির (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) সদস্য সাজ্জাদ হোসেন খাঁন, সদস্য ডা. মঈন উদ্দিন মঈন, ডা. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনায় দায়িত্বপ্রাপ্ত মইনুদ্দীন খান রাজীব, আরশে আজিম আরিফ, মিসেস শামসুন্নাহার, কামরুন নাহার লিজা, শহিদুল্লাহ আলম রনি, মাহবুব খালেদ, আহমেদুল ইসলাম সাদ, ডা. ইয়াছিন আরাফাত প্রমুখ।