বিএনপি নেতা ফিরোজ আহমেদের মায়ের মৃত্যুতে আমিরাত জাতীয়তাবাদী ফোরাম ও বিএনপির শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ পিএম, ২১ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:১৯ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ মেম্বারের মা গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শারীরিক বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন।
মরহুমার মৃত্যুতে গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করে সংবাদপত্র মাধ্যমে এক বিবৃতি প্রদান করেছেন বিএনপি ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ইউএই'র আহবায়ক আলহাজ্ব শরাফত আলী ও ইউএই বিএনপির সহ-সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সদস্য সচিব মুহাম্মদ জাকির হোসেন খতিব, ইউএই বিএনপির সহ-সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম- আহবায়ক আলহাজ্ব দিদারুল আলম, ইউএই বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম-আহবায়ক এম.এনাম হোসেন ও ইউএই বিএনপি নেতা ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম-আহবায়ক মুহাম্মদ সরোয়ার আলম ভুট্টো একযুক্ত বিবৃতির মাধ্যমে সংগঠনের পক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নির্যাতিত ও ত্যাগী সংগঠক ফিরোজ আহমেদ মেম্বারের মরহুমা মাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফিরোজ আহমেদ মেম্বার বিএনপির একজন দক্ষ সংগঠক। তৃণমূল থেকে উঠে আসা এই সংগঠক বিএনপি করার কারনে দীর্ঘদিন নিজের জম্মস্থান রাউজান উপজেলার নিজ বাড়িতে যেতে পারছেন না। কয়েক বছর আগে তিনি পিতাকে হারিয়েছেন, এখন হারালো গর্ভধারনী মাকে।
অত্যন্ত দুঃখের বিষয় হল দল করার অপরাধে বারবার হামলা মামলার শিকার হয়ে সর্বশেষ পিতামাতা কারো জানাজায়ও অংশ নিতে না পারা। একজন ছেলের কাছে এর চেয়ে দুঃখ ও কষ্টের আর কিছুই হতে পারেনা। শুধু অপরাধ ফিরোজ আহমেদ মেম্বার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এই বেদনাদায়ক মুহূর্তে আমরা তার প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি।
নেতৃবৃন্দ, ফিরোজ আহমেদ মেম্বারের পরিবারের সকলকে এই নির্মম পরিস্থিতি মোকাবিলায় তাদের ভারাক্রান্ত হৃদয়কে আরো ধৈর্য ও সহ্য করার ক্ষমতা দান করেন আল্লাহ পাকের নিকট এই ফরিয়াদ জানান।