সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১২ এএম, ১৯ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০১:১৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভোট ডাকাতির প্রতিবাদে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা, হয়রানি বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন ব্রিজ এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মতিউর রহমান রাসেল, জেলা ছাত্রদল নেতা মো. হেলাল উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ বলেন, মামলা হামলা দিয়ে ভোট ডাকাতি করে ক্ষমতা ধরে রাখা যাবে না। সরকারের আজ্ঞাবহ বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোনো আস্থা নাই। অবিলম্বে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক সায়েম মো. জুয়েল, চট্টগ্রাম বিভাগীয় টিমের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি পাভেল সিকদারসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করুন। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের হয়রানি বন্ধ করুন এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন।
বগুড়া জেলা ছাত্রদল, আজ বুধবার সকালে শহরের নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বারবার গায়েবি মামলা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। ভোট ডাকাতি করে ক্ষমতায় আসা আওয়ামী সরকার লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে এমন কি মৃত নেতাকর্মীর বিরুদ্ধেও মামলা দিতে ছাড়েনি।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় বিক্ষোভে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, রিদয়সহ জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বরগুনা জেলা ছাত্রদল, জামালপুর জেলা ছাত্রদল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, কুড়িগ্রাম জেলা ছাত্রদল,রংপুর জেলা ছাত্রদল, রাজশাহী জেলা ছাত্রদল, মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, গাজীপুর জেলা ছাত্রদল,মাদারীপুর জেলা ছাত্রদল, কক্সবাজার জেলা ছাত্রদল, শেরপুর জেলা ছাত্রদল, হবিগঞ্জ জেলা ছাত্রদল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল, নওগাঁ জেলা ছাত্রদল, নড়াইল জেলা ছাত্রদল এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শুরুর পূর্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। মিছিল শেষে তারা সমাবেশ করেন। সমাবেশ থেকে এই পদত্যাগ ও মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। দাবি না মানলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা। উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যের পরে অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।