শূন্য চার সংসদীয় আসন ও স্থগিত ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ২৪ মে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৪ পিএম, ২০ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:২১ পিএম, ১৪ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
শূন্য হওয়া লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার (১৯ মে) অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।
আগামী ২৪ মে এসব নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে। এ ছাড়া স্থগিত ৩৭১টি ইউনিয়নসহ দেশের ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে ২৪ মের কমিশন সভায় আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশন সচিব বলেন, এ চারটি আসনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। লকডাউন চলার কারণে সময়সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে।
তিনি আরও বলেন, শূন্য আসনে যেহেতু এসব উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে; তাই কমিশন এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচনের আয়োজন হবে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল আগেই ঘোষণা হয়েছিল। তফসিল অনুযায়ী গত ১১ এপ্রিল এ আসনের উপনির্বাচনের কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। ফলে নতুন করে লক্ষ্মীপুর-২ আসনের তফসিল ঘোষণার প্রয়োজন পড়বে না। এ আসনের কেবল ভোটের তারিখ ঘোষণা করতে হবে। এ ছাড়া অন্য তিন আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, আজকের সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ২৪ মে কমিশন সভায়ও এ বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বেলা ৩টায় কমিশনসভা অনুষ্ঠিত হয়।