দেশব্যাপী সন্ত্রাস ভোট ডাকাতি মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৩০ এএম, ১৮ নভেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০২:০৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
দেশব্যাপী সন্ত্রাস, ভোট ডাকাতি, গণ-গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সমাবেশ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে যুবদলের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের সময় বিক্ষোভ কর্মসূচি পালন শেষে জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কে জেলা কারাগারের সামনে হতে তাদের আটক করে ডিবি ও থানাপুলিশ। সন্ধ্যায় তাদের জননিরাপত্তা আইনের মামলার আসামি হিসেবে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটককৃত অন্যরা হলেন জেলা যুবদলের সম্পাদক ইব্রাহিম মাহমুদ ইকু, সহ-সম্পাদক রাজিব মোল্যা, আলী আহমেদ, ওমর ফারুক, মো. ফয়সাল সরদার, জাকির হোসেন ও ছাত্রদল নেতা মাইদুল ইসলাম স্মরণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ও সিরাজগঞ্জে ভোট কারচুপির প্রতিবাদে যুবদলের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের কোর্ট চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় জেলা যুবদলের উদ্যোগে। মিছিলটি মুজিব সড়কে প্রদক্ষিণ করে জেলা কারাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষ হওয়ার পরপরই তাদের আটক করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নেমে যানবাহন ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছিল। পুলিশ তাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা নিবৃত্ত হয়নি। এ কারণে জননিরাপত্তা আইনে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বরগুনা প্রতিনিধি জানান, দেশব্যাপী সন্ত্রাস, ভোট ডাকাতি, গণ-গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরগুনায় প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আহসান হাবিব স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি প্রমুখ। এছাড়া প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রাম অফিস জানায়, কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল। বিক্ষোভ মিছিল শেষে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার দমিয়ে রাখা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যুবদল নেতৃবৃন্দ যে মুহূর্তে সাংগঠনিক কর্মকান্ড ও তৃণমূল পর্যায়ে দলীয় ইউনিট কমিটিগুলো পুনর্গঠনের কাজ সুন্দর ও সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক সে মুহূর্তে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দীপ্তি-আহমেদুল আলম রাসেল, মুহাম্মদ সাহেদ চট্টগ্রামে থেকেও ঢাকার মামলায় আসামি হয়েছেন, এতেই সুস্পষ্টভাবে বুঝা যায়, এ মামলা রাজনৈতিক সাংগঠনিক কর্মকান্ড দমিয়ে রাখার ষড়যন্ত্রের মামলা। অনতিবিলম্বে দলীয় সকল নেতাকর্মীর রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মুহাম্মদ নাসির উদ্দীন, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ ইকবাল, বেলাল উদ্দিন বেলাল, আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন সুজন, হারুনর রশীদ হান্নান, শাহনেওয়াজ কবির মানিক, ফখরুল হাসান, নুর উদ্দিন নুরু, সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন, আওরঙ্গজেব সম্রাট, মুজিবুল আলম মুজিব, শাহেদ আজম, জি এম সাইফুল, নিজাম উদ্দিন লিটন, মুহাম্মদ শাহজাহান, নাজিম উদ্দীন আকবর, মীর জহির, আবসার মিয়াজী, এস এম মামুন, জাহেদ তালুকদার, কামরুল, মাসুদ আলম, এসএম লোকমান, মুহাম্মদ মহসিন, শাহজান শাহিল, হারুন, সোহেল রানা, ফয়েজ, সোহেল রানা, মমতাজ, শাওন, আবুল হোসেন, বাদশা প্রমুখ।
জামালপুর প্রতিনিধি জানান, ঢাকা ও সিরাগঞ্জের উপ-নির্বাচনে ভোট কারচুপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে জামালপুরে যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে শহরের বোসপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, মঞ্জুরুল কবির মঞ্জু, সাইফুল ইসলাম, শুভ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্ল¬াহ আমান, জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লিটন প্রমুখ। বক্তারা ঢাকা ও সিরাজগঞ্জ উপ-নির্বাচনের ভোট বাতিল চেয়ে নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম জানান, কুড়িগ্রামে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সাদ্দির মোড় থেকে এ মিছিল শুরু হয়ে জিয়াবাজারে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ফলাফল বাতিল ও বিএনপিসহ যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে জেলা যুবদল।
কুড়িগ্রাম জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাছিম পারভেজ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সহ-সভাপতি মাসুদ রানা বাবু, খলিলুর রহমান খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন টিপু খান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন সাজু, সদর থানা যুবদলের সভাপতি আব্দুল হামিদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ কে এম তাইজুল ইসলাম সাজু, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করে জনগণের ব্যালটের অধিকার কেড়ে নিয়েছে। আর বর্তমান সরকার মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের হয়রানি করছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ঢাকায় কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর জেলা যুবদল। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুবদল নেতারা।
এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শামছুল হক শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, রাজনীতির ময়দান থেকে বিএনপি নেতাদের সরিয়ে রাখার জন্য নিজেরা বাসে আগুন দিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
টঙ্গী প্রতিনিধি, দিনকাল জানান, বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবদল গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে মহানগর যুবদলের সহ-সভাপতি ও বাসন থানা যুবদলের আহবায়ক শওকত হোসেন বাবুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান মাসুমের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর যুবদলের সহ-সভাপতি মইজ উদ্দিন তালুকদার, জাহাঙ্গীর হাজারী, বাসন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদ চৌধুরী বাবু, মহানগর যুবদলের সহ-সম্পাদক তাজুল ইসলাম, সাদিকুর রহমান আজাদ, আব্বাস উদ্দিন জীবন, আল মাহমুদ রাজু, সদর মেট্রো থানা যুবদল নেতা নাজমুল ইসলাম সরকার, হাবিবুর রহমান রিপন, বাসনের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফি, মনির হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মো. ফয়সাল হোসেন, নাজমুল মন্ডল, ইঞ্জিনিয়ার গাজী রাশেদ প্রমুখ।
সাবেশে বক্তারা বলেন, এমন উদ্ভূত সরকার পৃথিবীর আর কোথাও নেই এবং অতীতেও ছিল না, যারা ক্ষমতায় থেকে বাসে আগুন দেয় এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আগেই সাজানো মামলা প্রস্তুত রাখে। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।