আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরে আ'লীগের দুগ্রুপ মুখোমুখি অবস্থানে: এলাকায় উত্তেজনা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১১ পিএম, ১৬ মে,রবিবার,২০২১ | আপডেট: ১২:৪১ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে আওয়ামীলীগের দু'গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রোববার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে করে। উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। এক গ্রুপ অন্য গ্রুপ'কে দোষারোপ করছে। পুলিশ বলছে শনিবার রাত থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন ও স্থানীয় সূত্রে জানাগেছে, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আঃ হামিদ সাকিদার এবং আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামীলীগ নেতা সরোয়ার হোসেন খান এর সমর্থকদের মধ্যে অনেকদিন যাবৎ স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৪ মে বর্তমান চেয়ারম্যান আঃ হামিদ সাকিদার ঈদ উপলক্ষে দীর্ঘদিন পরে ঢাকা থেকে সড়ক পথে গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে সরোয়ার হোসেন খানে সমর্থকরা এলাকায় তাদের দলবলের ও লোকজন সহ দেশীয় অস্ত্রশস্ত্র রামদা ছেনদা, ঢাল-শরকি, টেটা, লাঠি নিয়ে আঃ হামিদ সাকিদারের বাড়িতে আক্রমন করার উদ্দেশ্যে এলাকায় শতশত লোকজন জড়ো করে। এসংবাদ ছড়িয়ে পড়লে চেয়ারম্যান আঃ হামিদ সাকিদারও তার দলবলকে খবর দিয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য অবস্থান নেয়। এরআগে তিনি শরীয়তপুর জেলা প্রশাসক শরীয়তপুর, পুলিশ সুপার ও পালং মডেল থানার ওসি'কে শনিবার রাতে তাৎক্ষনিক ভাবে অবহিত করেন। পুলিশের পক্ষ থেকে আঃ হামিদ সাকিদারের বাড়িতে পোষাকধারী ও সাদা পোষাকে পুলিশ মোতায়েন করা হয়। এ দিকে রোববার সকালে সরোয়ার হোসেন খান এর নেতৃত্বে গয়াতলা কাচারীর মোড় থেকে পাকা ব্রীজ পর্যন্ত শত শত সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামিদ সাকিদারের বাড়ির অভিমুখে রওয়ানা দেয়। এক পর্যায়ে পুলিশের শক্ত অবস্থানের সংবাদ পেয়ে তার ফিরে আসে। তবে এখনও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যপারে আওয়ামীলীগ নেতা সরোয়ার হোসেন খান বলেন, আঃ হামিদ সাকিদার এলাকায় তার লোকজন দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। ঈদের সময় বাড়ি এসে আমাদের লোকজনকে নানান ধরনের হুমকি দিয়েছে। তাই এলাকার লোকজন ক্ষুদ্ধ হয়ে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এব্যাপারে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আঃ হামিদ সাকিদার বলেন, আমি মানুষের কল্যাণে কাজ করে চলছি, তাই জনগণ আমার সঙ্গে আছে। আমাকে দুই বার চেয়াম্যান নির্বাচিত করেছে জনগণ। আমি ঈদের সময় ঢাকা থেকে বাড়িতে আসছি। খবর পেয়ে শনিবার রাতে স্থানীয় একজন বড় নেতার ইন্ধনে সরোয়ার খান আমার বাড়িতে হামলা করার ঘোষণা দিয়েছে। আমি এসব খবর পেয়ে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসককে অবহিত করেছি। প্রশাসন আইন শৃংখলা রক্ষার্থে এলাকায় পুলিশ মোতায়েন করেছে। আমি শান্তি চাই।
এব্যাপারে ডিবি পুলিশের ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশে বিনোদপুর এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখা ও মানুষের নিরাপত্তার জন্য পুলিশ নিয়ে অবস্থান করছি। পরিবেশ এখন শান্ত আছে।