খালেদা জিয়ার সুচিকিৎসা প্রাপ্তি, স্বাস্থ্যের ক্ষতি না হওয়ার আশা জাতিসংঘের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৬ এএম, ৯ মে,রবিবার,২০২১ | আপডেট: ১২:২৭ পিএম, ৭ অক্টোবর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা প্রাপ্তি এবং তাঁর স্বাস্থ্যের ক্ষতি না হওয়ার আশা প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন সংস্থাটির মহাসচিব আন্থোনিও গুঁতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক।
স্টিফেন ডোজারিক বলেন, আমরা অবশ্যই আশা করি যে, তিনি (খালেদা জিয়া) সুচিকিৎসা পাবেন এবং তাঁর স্বাস্থ্যের কোনো ধরনের ক্ষতি হবে না, যেমনটি আমরা যে কারো ক্ষেত্রেই বলবো।