ডাঃ শাহাদাত মুক্তি পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ৮ মে,শনিবার,২০২১ | আপডেট: ০১:১৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ডাঃ শাহাদাত মুক্তি পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জননেতা ডাঃ শাহাদাত হোসেনের কারামুক্তি কামনায় গতকাল বাদ আছর নগরীর চাক্তাইস্থ ভাঙ্গাপুল এলাকায় দুঃস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ডাঃ শাহাদাত হোসেন মুক্তি পরিষদের সভাপতি ও নগর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফ মেহেদীর সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক ও নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেলের পরিচালনায় এইসময় সংক্ষিপ্ত এক পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও যুবনেতা নুর হোসেন নুরু।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক ও নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি এন মোহাম্মদ রিমন, নগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহারিয়ার আহম্মেদ, কোতোয়ালি থানা যুবদল নেতা শামসুল আলম, মুহাম্মদ নাছির, মুহাম্মদ হালিম, কোতোয়ালি থানা ছাত্রদল নেতা মুহাম্মদ সোহেল রানা, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল নেতা মুহাম্মদ ইসমাঈল ও মুহাম্মদ মনিরসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন, বিশ্ব মহামারীর এই করুন সময় বাংলাদেশের অবৈধ সরকার তাদের বৈরী মনোভাবের কোন পরিবর্তন করেনি। যে কারনেই আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়ে গড়িমসি করছে। আইনের মারপ্যাচ দেখিয়ে সময় ক্ষেপন করে যে অমানবিক আচরণ করা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক।
বক্তারা আরো বলেন. অবৈধ সরকার একটি বানোয়াট মামলা দিয়ে ষড়যন্ত্র মূলক ভাবে চট্টগ্রামের অবিসংবাদিত নেতা নগর বিএনপির সাবেক সফল সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও জনতার মেয়র ডাঃ শাহাদাত হোসেনকে জেলে আটকে রেখেছে। ডাঃ শাহাদাত শুধু একজন রাজনীতিবিদ নয়, তিনি একজন মানবিক ডাক্তার। যিনি নগরের গরীব, অসহায় রোগীদের একজন অভিভাবক।
করোনা মহামারী এই দুঃসময়ে রোগীদের বিভিন্নভাবে চিকিৎসা সেবা প্রদানে ও তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। দূঃখজনক ভাবে অবৈধ সরকারের রোষানলের শিকার হয়ে তিনি আজ কারারুদ্ধ, আজ নগরের অসহায়, অবহেলিত ও দুঃস্থ মানুষেরা তার ফ্রি চিকিৎসা ও সেবা প্রদান থেকে বঞ্চিত।
বক্তারা অবিলম্বে ডাঃ শাহাদাতের নিঃশর্ত মুক্তির দাবি করেছে এবং কালবিলম্ব না করে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ প্রেরনের তড়িৎ ব্যবস্থা গ্রহণের ও জোর দাবি জানিয়েছেন।