বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় নগর মহিলা দলের দোয়া ও ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৩ পিএম, ৭ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:০৫ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রাম মহিলাদলের সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী তার ব্যক্তিগত প্রচেষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নগরীর শাহ আমানত খান (রহঃ) এতিখানায় দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (৬ মে) এতে কারাবন্দী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন সহ সকল রাজবন্দিদের মুক্তির জন্য মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলাদলের সাংগঠনিক সম্পাদিকা কামরুন্নাহার লিজা, সহ সাংগঠনিক সম্পাদিকা তাসলিমা আহম্মেদ লিমা, আকবর শাহ থানার সভানেত্রী জহুরা বেগম, হালিশহর থানার নেত্রী শামসুন্নাহার বেগম, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য এডভোকেট আয়েশা আক্তার সানজি, ফরিদা বেগম প্রমুখ।