বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৭ এএম, ৭ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:৩২ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল তাঁর চিকিৎসায় আবারও মেডিকেল বোর্ড বসে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যক্ষেন করেন।
আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে দশ সদস্যের মেডিকেল বোর্ড তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে হাসপাতালে গিয়ে তাদের নেত্রীর সর্বশেষ অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেছিলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পরবর্তী বিভিন্ন জটিলতা রয়েছে। সেজন্য ‘মানবিক’ বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহবান জানান বিএনপি মহাসচিব। হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁর দল ও পরিবার। তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার চিকিৎসকেরা বলেছেন, বিএনপি চেয়ারপারসনের করোনা-পরবর্তী কিছু জটিলতা আছে। তবে কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিলে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকেরা আশা প্রকাশ করেছিলেন। তবে বুধবার দুপুর পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। কিন্তু বিকেলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকদের চিন্তায় ফেলে দেয়। বেলা তিনটার দিকে সিসিইউতে চিকিৎসারত বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দেয়। প্রতিদিন তাঁর ৩ থেকে ৪ লিটার অক্সিজেন লাগছে। ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত। এ সময় তিনি কিছুটা বুকে ব্যথাও অনুভব করছিলেন।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, বলা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি গত কয়েকদিনে নেই। এর মধ্যে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতির খানিকটা অবনতি হয়েছে বলা চলে। তিনি জানান, এ অবস্থার মধ্যে সন্ধ্যায় খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড সব রিপোর্ট ও সর্বশেষ শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সুপারিশ করে। হঠাৎ শ্বাসকষ্ট ও বুকে ব্যথা হওয়ার ঘটনায় এবং মেডিকেল বোর্ডের সুপারিশ- সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার পরিবার চাইছে তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে।