আসলাম চৌধূরীর দল ছাড়ার সংবাদ হাস্যকর, অবান্তর ও ভিত্তিহীন- ইসহাক কাদের চৌধূরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪০ পিএম, ৬ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:০৬ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আহবায়ক এবং জেলা বিএনপি’র প্রভাবশালী নেতা বর্তমানে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাবন্দী থাকা আসলাম চৌধূরী কে নিয়ে গত সোমবার (৩ মে) একটি দৈনিকে “বিএনপি ছাড়ছেন আসলাম চৌধূরী“ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আর এতে তার নিজ এলাকা সীতাকুন্ড উপজেলায় শুধু নয় পাশ্ববর্তী মীরসরাই উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলা গুলোর দলীয় হাজার হাজার নেতাকর্মী এবং তার নিজের পরিবারের সদস্যদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়।
প্রকাশিত সংবাদে ঘনিষ্ঠ নেতার বরাত দিয়ে আসলাম চৌধূরীর দল ছাড়ার কথা বলা হলেও সেখানে কারো নাম উল্লেখ করা হয়নি। তা ছাড়া পারিবারিক সূত্রের কথা বলা হলেও তারা পরিবারের কারো নাম উল্লেখ করেনি। ফলে, পুরো নিউজ টি নিয়ে-ই ধূম্রজাল সৃষ্টি হয়েছে দলীয় নেতাকর্মী, পরিবারের সদস্য এবং এলাকাবাসীর মাঝে।
প্রকৃত পক্ষে নিউজটিকে পুরোপুরি ভিত্তিহীন, আজগুবি ও মনগড়া বলতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ত্যাগী বিএনপি নেতা আসলাম চৌধূরীর পরিবার।
আসলাম চৌধূরীর বড় ভাই উত্তর চট্টগ্রামের বিএনপি’র সিনিয়র নেতা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইসহাক কাদের চৌধূরী স্থানীয় সাংবাদিকদের বলেন, দল ছাড়ার প্রশ্ন হাস্যকর ও অবাস্তর। দলের জন্যই আমাদের পুরো পরিবারের এত ত্যাগ, এত শ্রম। দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আসলাম এবং আমাদের পরিবারের কঠিন ত্যাগ ও সংগ্রামের কথা সবাই জানেন।
তিনি বলেন, দল ছাড়াতো দূরের কথা, ন্যুনতম আপোষের মানসিকতাও আমরা পোষণ করিনা। দেশনেত্রী-দেশমাতা বেগম খালেদা জিয়ার নের্তৃত্বে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন চলছে আমরা তা বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, শুধু আসলাম নয়, দলের কারণে আমরা সব ভাই মামলা হামলার শিকার। আমরা দলে উড়ে এসে জুড়ে বসিনি। আদর্শিক চেতনা লালন করি বলেই সাহস নিয়ে আমরা সংগ্রাম চালিয়ে যেতে পারছি। চট্টগ্রাম উত্তর জেলা তথা সীতাকুন্ডের মানুষ দলের জন্য যে ত্যাগ, নির্যাতন, হামলা-মামলা সহ্য করে জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন তা এমনি এমনি হয়নি, সেটি আসলাম এবং আমাদের পুরো পরিবারের কমিটেড রাজনীতির ফল।
প্রকাশিত সংবাদ সম্পর্কে তিনি বলেন, এটা কারো এজেন্ডার অংশ বিশেষ হতে পারে। দলের মধ্যে বিভ্রান্তি এবং নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে দেয়ার নীল নকশার অংশ বিশেষ ওই ভুয়া সংবাদ।
তিনি বলেন, দলের নেতাকর্মীতো দূরে থাক, সাধারণ জনগনও এ মিথ্যা বানোয়াট সংবাদ বিশ্বাস করেনা এবং করবে না কখনো। দলের মজবুত ঐক্যে ফাটল ধরানোর নানামুখী ষড়যন্ত্র ও কুটকৌশলের এটি একটি অংশ হতে পারে।
আসলাম চৌধূরীর মেয়ের স্ট্যাটাস সম্পর্কে ইসহাক কাদের চৌধূরী বলেন, ৫ বছর বাবাকে না দেখা যে কোনো সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং এর ফলশ্রুতিতে ওই রকম আকুতি থাকাটাই স্বাভাবিক। তিনি বলেন আমাদের মেয়ে বাবাকে অনুরোধ করতেই পারে। কিন্তু সস্তানতো আর সিন্ধান্ত দেয়নি বা দিতে পারে না। এটাকে কোট করা অবান্তর ও হাস্যকর।
ইসহাক কাদের চৌধূরী, দলের নেতা কর্মী এবং সর্বস্তরের নাগরিকদের এ জাতীয় খবরে বিভ্রান্ত না হওয়ার আহবান ও গণমাধ্যম কর্মীদের আরো সতর্ককতার সাথে যে কোনো রাজনৈতিক দলের নেতার বিষয়ে ভালো করে তথ্য উপাথ্য সংগ্রহ করে পত্রিকায় সংবাদ প্রকাশ করার জন্য উদাত্ত আহবান জানান।