ডাঃ শাহাদাত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার শিকার, ইউএই জাতীয়তাবাদী ফোরাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৬ পিএম, ২ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৫৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর যুগ্ম-আহবায়ক এম.এনাম হোসেন বলেছেন, ডাঃ শাহাদাত হোসেন ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার শিকার। দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের যেভাবে দমনপীড়ন করছে তাতে ফ্যাসিবাদী সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে।
বিএনপি'র গনতান্ত্রিক ও যৌক্তিক আন্দোলনকে ভয়পায় বলেই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা ও গ্রেফতার করে জনবিচ্ছিন্ন এই অবৈধ সরকার একধরনের ভয়ভীতি প্রদর্শন করছে।
বিএনপি নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেনের মুক্তি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিনসহ চট্টগ্রাম উত্তর জেলা, হাটহাজারী উপজেলা- পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে হেফাজতে ইসলামের কর্মসূচীর রেশ ধরে মিথ্যা বানােয়াট ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রনােদিত মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে ডাঃ শাহাদাত হোসেন এর নিঃশর্ত মুক্তি সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবী জানিয়ে সংগঠনের পক্ষ থেকে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে এম. এনাম হোসেন বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শান্তিপূর্ণ সমাবেশে হামলা, ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্বিচারে নৃশংসভাবে ধর্মপ্রাণ মানুষ হত্যা, ন্যাক্কারজনক হামলা, নারকীয় তাণ্ডব এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশের হামলা ও গুলি বর্ষণে গুরুতর আহত নেতাকর্মীদের চিকিৎসা দিতে আসলে ষড়যন্ত্র মূলক ও ভিত্তিহীন এক অভিযোগের ভিত্তিতে নগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেনকে অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করে।
ইতিমধ্যে বার বার তাকে গ্রেফতার করে অবৈধ সরকার প্রমাণ করেছে একজন ডাক্তার শাহাদাত ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী ও সাহসী জিয়া আদর্শের সৈনিক।
তিনি বলেন, বিএনপির আন্দোলন জনগনের কল্যাণে, বর্তমান অবৈধ সরকার জনবিচ্ছিন্ন, যার কারণেই জনগনের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে তারা ভীত হয়ে বিএনপি'র নেতাকর্মীদের বিরুদ্ধে এই দমনপীড়ন চালাচ্ছে।
বিবৃতিতে এম.এনাম হোসেন অবিলম্বে শাহাদাত হোসেনের নিঃশর্ত মুক্তি ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।