কুয়াকাটায় ছাত্রলীগ নেতার নারী কেলেঙ্কারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১২ পিএম, ২৮ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:০০ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
টেন্ডারবাণিজ্য কিংবা চাঁদাবাজির ঘটনা নয়, পর্যটন নগরী কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইফুর রহমান হাসানের একাধিক নারী কেলেঙ্কারির স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কুয়াকাটার দলছুট পৌর মেয়রের বিরুদ্ধে পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদককে মোবাইল ফোনে গালমন্দ করার অডিও ফাঁস হওয়ার একদিন পর ওই ছাত্রলীগ নেতার নারী কেলেঙ্কারির ছবি প্রকাশ পায়।
ছাত্রলীগ সম্পাদকের নারী কেলেঙ্কারির স্থির চিত্র এবং পৌর মেয়রের ফাঁস হওয়া অডিও নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
অনেকে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইফুর রহমান হাসানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি ও কাউন্সিলর মো. মজিবুর রহমান বলেন, ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবন্দ বিষয়টি খতিয়ে দেখছেন।
জানা গেছে, সম্প্রতি পৌর ছাত্রলীগ নেতা তাইফুর রহমান হাসানকে মোবাইল ফোনে দলছুট কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার গালমন্দ করেন। ওই অডিও ২৩শে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে পড়ে।
এর একদিন পর হাসানের নারী কেলেঙ্কারি এবং মদের আসরের স্থির চিত্র ফাঁস হয়।
এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাইফুর রহমান হাসান নিজেকে অবিবাহিত দাবি করে বলেন, কুয়াকাটা পৌর মেয়র মোবাইল ফোনে আমাকে গালমন্দ করে হুমকি দেয়ার অডিও ভাইরাল হওয়ার বিষয়টি ধামাচাপা দিতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এ ঘটনায় ছাত্রলীগ নেতা তাইফুর রহমান হাসান মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার বলেন, বিষয়টি হাসানের ব্যক্তিগত। এখানে আমার কোনো হাত নেই।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।