দেশবাসীর দোয়ায় ভাল আছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৪ পিএম, ১৯ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৫:০৪ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা।
চিকিৎসকেরা আরও জানান, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকমতোই হচ্ছে। তিনি মানসিকভাবে অনেক শক্ত আছেন। আল্লাহর রহমতে দেশবাসীর দোয়ায় ভালো আছেন তিনি।
গতকাল রবিবার (১৮ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি এসব কথা বলেন।
তাঁর শারীরিক অবস্থা দেখে চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, গত শনিবার সন্ধ্যার পর থেকে খালেদা জিয়ার কোন জ্বর আসেনি। এটা খুবই ভালো লক্ষণ। আগামী ৪৮ ঘণ্টায় কোন জ্বর না আসলে অনেকটা আশঙ্কামুক্ত হবেন তিনি। গত তিন দিন থেকে বেগম জিয়ার গায়ে সামান্য জ্বর উঠানামা করছিল।
গতকাল সারাদিন তার কোন জ্বর নেই। শরীরের ব্যথা কম, খাবারে রুচি ফেরাসহ সব সূচকই ভালো আছে। তার ব্লাড সুগার, অক্সিজেন মাত্রাও ঠিক আছে। তার অ্যান্টি ভাইরাল ইনজেকশন ভালো সাড়া দিচ্ছে। তার অক্সিজেনের মাত্রা ৯৭/৯৮।
করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়ার রোববার দশম দিন চলছে জানিয়ে এই চিকিৎসক বলেন, এই সময়টা করোনা রোগীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক বলা হয়। এখন খালেদা জিয়া করোনার বিপদজ্জনক সময় পার করছেন। তবে এখন পর্যন্ত সবকিছু ঠিকভাবেই হচ্ছে বলে তাঁদের কাছে মনে হচ্ছে।
গত ১০ এপ্রিল বিএনপি চেয়ারপারসনের করোনা শনাক্ত হয়। তার আগের দিনই গুলশানের বাসা ফিরোজায় আরও ৮ জনের করোনা শনাক্ত হয়। এরপর থেকে বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।
গত বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় তার। সিটি স্ক্যানের মূল রিপোর্ট পাওয়ার পরে শুক্রবার খালেদার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, 'সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্টে 'মিনিমাম ইনভোলমেন্ট'-এর কথা বলা হয়েছে। যেটা সাময়িক রিপোর্টে বলা হয়েছিল। আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে জানাতে চাই যে, সিটি স্ক্যানের ফাইন্ডিংস, সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি যে এটি অত্যন্ত মিনিমাম, নেগলিজিবল।
হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে এফ এম সিদ্দিকী বলেন, তাঁরা যদি মনে করেন তাহলে হাসপাতালে দ্রুত শিফট করতে পারেন। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি আছে। তবে এখন পর্যন্ত তেমন অবস্থা দেখা যাচ্ছে না।
এ সময় অধ্যাপক এফ এম সিদ্দিকীর সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আবদুস শাকুর ও ডা. মো. আল মামুন উপস্থিত ছিলেন।