আমার সহজ-সরল উক্তিগুলোকে বিকৃত করা হয়েছে - মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ এএম, ১৯ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ১০:৩৯ পিএম, ৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আমার সহজ-সরল উক্তিগুলোকে বিকৃত করে যারা যেভাবে পেরেছে লিখেছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমার আংশিক বক্তব্য দেয়া হয়েছে। কাটপিছ করে ইচ্ছামত আমার বক্তব্যকে ব্যবহার করা হয়েছে। কি কারণে করা হয়েছে আমি জানি না। এমন কোনো কথা বলি নাই, যার জন্য আমাকে বিব্রত হতে হবে।
আজ রবিবার দুপুরে শাহজাহানপুর নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সরকার বা আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করে নাই এমন কথা আমি বলি নাই। আমার কথা বিকৃত করে পেছিয়ে লেখা হয়েছে।
তিনি আরও বলেন, ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতাকর্মী দায়ী। এই কথা আমি বলেছি, কেউ প্রমাণ করতে পারবে? আমার কথা বিকৃত করা হয়েছে। বিএনপির নেতারাই ইলিয়াস আলী গুম করেছে এমন বক্তব্য আমি দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেয়া সম্ভব? অর্থাৎ নিজের মাথার ওপর নিজেই বোমা ফুটানো। এখানে টুইয়িস্ট করা হয়েছে।
আজ সকালে একদল সাংবাদিক ইলিয়াস আলী বাসায় গিয়েছিলেন বলে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তার স্ত্রীকে রীতিমতো চার্জ করেছে। বিভিন্ন প্রশ্ন করে হেনস্তা করার চেষ্টা করেছে। এটা কেন? এমন কি ঘটনা ঘটলো যে, এই বিষয়টা নিয়ে এতো মাথা ঘামাতে হবে। গত ৯ বছর ইলিয়াস আলী গুম হওয়ার পর একটা পত্র-পত্রিকা একটি লেখাও লেখা হয় নাই। কোনো দিবস পালন হয় নাই। আজকে হঠাৎ করে সেই ইলিয়াস আলীকে নিয়ে সাংবাদিকদের মাথা খারাপ হয়ে গেল? আমি কোনো সাংবাদিককে দোষ দিচ্ছি না। তিনি আরও বলেন, আমার সত্য বক্তব্যটা তুলে ধরতেন, তাহলে ভালো হতো। আমি এমন কোনো কথা বলি নাই যার জন্য বিএনপির নেতাকর্মী, জাতির কাছে বিব্রত হতে হবে।