কমিটি স্থবিরতায় সংকটে কুষ্টিয়া জেলা ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ পিএম, ১৮ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৫:০৪ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কুষ্টিয়া জেলা শাখা ছাত্রদলের কে অভিভাবক হবেন? কে নিবেন দায়িত্ব? দিন যত যাচ্ছে ছড়াচ্ছে বিভ্রান্ত, বাড়ছে হতাশা। একই সাথে একাধিক ভাগে বিভক্ত হচ্ছে সংগঠন। সব মিলিয়ে কুষ্টিয়া জেলা শাখা ছাত্রদল নিয়ে তৈরি হয়েছে এক ধুম্রজালের। প্রচলিত কথা ত্যাগী দের মূল্যায়ন নেই।
দলের দুঃসময়ে কর্মীদের একত্রিত না করে বা না হয়ে বিভিন্ন ওলি গলিতে বড় ভাই কেন্দ্রিক একাধিক ভাগে বিভক্ত হয়ে নামমাত্র কর্মসূচির মাধ্যমে চলছে বর্তমান জেলা ছাত্রদল।
রাজপথে না থেকে ফটোসেশনের মধ্যদিয়ে নিজেদের রাজনীতির অবস্থানের জানান দিচ্ছেন বিভিন্ন পদ প্রত্যাশিত নেতাকর্মীরা। ত্যাগী কর্মীদের অভিযোগ এমনটা চাচ্ছে কেন্দ্র তাই কর্মীরা এভাবে কর্মসূচি পালন করছে। কিন্তু ভিন্ন কথা বলছে তৃর্ণমূল কর্মীরা, তাদের দাবি এমন কর্মসূচি পালন খুবি দুঃখজনক।
উল্লেখ্য, সংগঠনের অভিভাবক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করতে তৈরী করেছেন বিভাগীয় টিম। যার অংশ হিসেবে খুলনা বিভাগীয় টিম বিভাগের দশ জেলা উপজেলা ভ্রমণ সূচি সাজিয়ে সুনামের সাথে কাজ করেছেন।
নবম জেলা কার্যক্রম শেষ করে দশম জেলা কুষ্টিয়া আসেন গত বছর ৩ নভেম্বর। ঐ দিন পুলিশের বাঁধাই তারা ফিরে যেতে বাধ্য হন। ঐ দিন ঘটনার সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিভাগীয় টিমের সাথে সমন্বয়হীনতাকে ব্যার্থতা ভাবে কেন্দ্র।
তাছাড়া সদ্য বিলুপ্ত কমিটির ব্যাপারে আগাগোড়া বিভিন্ন অভিযোগ থাকায় গত বছর ২৫ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া জেলা ছাত্রদল কমিটি সহ জেলার সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল ছাত্রদলের প্রতিটি ইউনিটের সুশৃঙ্খল, সুসংগঠিত এবং গতিশীল করতে আগামী ২০ দিনের মধ্যে অর্থাৎ গত বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে জেলা কমিটি গঠন পক্রিয়া সম্পূর্ণ হবে।
জেলা কমিটি গঠন পক্রিয়া সম্পূর্ণ করার লক্ষে গত বছরের ৯ ও ১০ ডিসেম্বর ২০২০ ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় বিভাগীয় টিম জেলার নেতাকর্মীদের সাথে সাংগঠনিক আলাপ আলোচনা করে জেলার পদ প্রত্যাশিত কর্মীদের জেলায় ফিরিয়ে দেন এবং বলেন জেলায় গিয়ে কাজ করতে। খুব দ্রুত তারা চুলচেরা বিশ্লেষণ করে একটি সুসংগঠিত নতুন কমিটি উপহার দিবেন।
কিন্তু কমিটি গঠন পক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় বর্তমানে অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে জেলা ছাত্রদল। পদ প্রত্যাশী কর্মীরা অভিযোগ করে বলেন, তারা জানেন না কমিটি হবে কি হবে না? জানেন না হলেও কবে হবে বা কি রূপ হচ্ছে জেলার কমিটি?
তারা ক্ষোভের সাথে আরো বলেন সদ্য বিলুপ্ত কমিটি গেল দুই বছর পারেননি জেলা কমিটি পূর্ণাঙ্গ করতে। পারেননি কোনো ইউনিট এমনকি ওয়ার্ড কমিটি করতে। এর আগে দীর্ঘ সময় আহবায়ক কমিটি ছিলো। সব মিলিয়ে দীর্ঘ প্রায় এক যুগ স্থবির জেলা ছাত্রদল।
কর্মীদের প্রত্যাশা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দ্রুত সময়ের মধ্যে এ সংকট থেকে উত্তরণের জন্য জেলা ছাত্রদলের নতুন কমিটি উপহার দেবে।