সিদ্ধিরগঞ্জে জামায়াত নেতা ইঞ্জিনিয়ার বাকি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৩ পিএম, ১৩ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৫০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার রোকন ও মানব সম্পদ বিভাগের দায়িত্বরত ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল বাকি (৭১) কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে তিনি জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ থানা শাখার আমীরের দায়িত্ব পালন করেছিলেন।
গতকাল সোমবার (১২ এপ্রিল) মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের নয়া আটি মুক্তিনগরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আব্দুল্লাহ আল বাকি ঐ এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, তিনি ও পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদসহ থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল বাকিকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের হয়। এর মধ্যে র্যাব বাদী হয়ে একটি, পুলিশ বাদী হয়ে ৬টি ও ক্ষতিগ্রস্থ গাড়ির দুই মালিক বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন।