রমজানকে টার্গেট করে দ্রব্যমূূল্য বাড়ছে : ডা. ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৪ এএম, ১০ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ১২:১৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে কর্মহীন, গরিব, নি¤œ ও মধ্যবিত্ত শ্রেণি ক্রয়ক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকারের নির্লিপ্ততার কারণে মাহে রমজানকে টার্গেট করে আরেক দফায় দ্রব্যমূূল্য বাড়ছে। জনগণের প্রত্যক্ষ ভোটে বর্তমান সরকার নির্বাচিত না হওয়ায় তারা জনগণের কথা চিন্তা করে না। তারা লুটপাট, অর্থপাচার ও দুঃশাসনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার প্রতিযোগিতায় লিপ্ত। সরকারের গাফিলতি, স্বেচ্ছাচারিতা ও দলীয় সিন্ডিকেটের কারণে দ্রব্যমূূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অসাধু সিন্ডিকেট চক্র আওয়ামী রাজনীতির সাথে যুক্ত থাকায় সরকার মুখে কুলুপ এঁটে দিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। টিসিবি ও ভোক্তা অধিকারের প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা না থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার লাগামহীন হয়ে পড়েছে। দেশের বাজার ব্যবস্থাপনা এখন কালোবাজারী সিন্ডিকেটের হাতে, সিন্ডিকেট চক্র এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। তাই অতি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসন দিয়ে টাস্কফোর্স গঠন করে দেশব্যাপী কঠোর বাজার নিয়ন্ত্রণ ও তদারকি করা প্রয়োজন।
আজ শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সাংবাদিক সম্মেলনে ডা. ইরান বলেন, করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা থেকে জনগনকে সুরক্ষায় সরকারের উদ্যোগ বা ব্যবস্থাপনা হতাশাজনক। হাসপাতালগুলোতে চিকিৎসার সরঞ্জামাদির স্বল্পতা এবং চিকিৎসক, নার্সদের স্বাস্থ্য নিরাপত্তা চরম হুমকির সম্মুখীন। মুক্তিযুদ্ধের ৫০ বছরেও রাষ্ট্র তার জনসাধারণকে জাতীয় দুর্যোগে মৌলিক অধিকার খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা থেকে বঞ্চিত করছে। সরকার রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার তহবিল তসরুপ, অর্থপাচার ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তিনি অবিলম্বে অসহায় মধ্যবিত্ত ও নি¤œ-মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য রেশনিং ব্যবস্থা প্রবর্তনের আহবান জানান।