সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না - কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪০ এএম, ৪ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৪৫ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, এক শ্রেণির ব্যবসায়ী রমজান এলেই দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, যা শাস্তিযোগ্য অপরাধ। অহেতুক মূল্যবৃদ্ধি ও মজুদদারিতা নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে। ইতিমধ্যে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে। বাজারগুলো মনিটরিংয়ের আওতায় রয়েছে। বাজার অস্থির করার যেকোনো অপপ্রয়াস সরকার মেনে নিবে না। কোনো ধরনের সিন্ডিকেটের কাছে সরকার বাজার ব্যবস্থাকে জিম্মি হতে দেবে না। রমজানকে সামনে রেখে ও দুর্যোগকালে আমরা ব্যবসায়ীদের সহনশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। বিএনপি ঘরে বসে মিডিয়ায় ঝড় তোলা ছাড়া করোনা মহামারিতে জনগণের পাশে দাঁড়ায়নি বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচার করাই তাদের করোনাকালের সফলতা। তারা সরকারের কোনো উদ্যোগই চোখে দেখতে পায় না। একবার লকডাউন নিয়ে অপপ্রচার, আবার করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার, সরকারের ব্যর্থতা খোঁজা এখন তাদের রোজনামচা। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়েও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ন্যূনতম মূল্যবোধও তারা হারিয়ে ফেলেছে। বিএনপি যে নেতিবাচক ভাইরাসে আক্রান্ত তা করোনার চেয়েও ভয়াবহ। জনগণের সম্পদ বিনষ্ট আর নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি ও তার সহযোগীরা সম্প্রতি যে তান্ডবলীলা চালিয়েছে, তার জন্য বিএনপিকেই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আন্দোলনের নামে জনগণের ওপর প্রতিশোধ নেয়াই এখন তাদের কৌশল। এই অপকৌশলের জবাবও জনগণ সময় পেলে দিয়ে দেবে কড়ায়-গন্ডায়।
পরিবহন মালিক-শ্রমকিদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, যারা কথা দিয়ে কথা রাখেননি, দ্বিগুণ ভাড়া আদায় করছেন, বিশেষ করে দূরপাল্লায়, আমি পরিবহন মালিক-শ্রমিকদের বলব, দুর্যোগের মধ্যে জনগণের দুর্ভোগ বাড়াবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রয়োজনে লকডাউনের মতো কঠোর ব্যবস্থার দিকে যেতে সরকার বাধ্য হবে।