

কর্ণেল আজিমের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৬ পিএম, ৩ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৩৮ এএম, ৪ জুলাই,সোমবার,২০২২

কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জের সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজীম এবং তাঁর সহধর্মিণী মিসেস মনিরা আজিমের রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা ও বাদ আছর লাকসাম-মনোহরগঞ্জের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের স্ব স্ব উদ্যোগে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার প্রায় সকল মসজিদে এই বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য মহামারী করোনায় আক্রান্ত হয়ে সাবেক এই সংসদ সদস্য ও বিএনপি নেতা কর্ণেল (অব.) আজিম এবং তাঁর সহধর্মিণী মিসেস মনিরা আজিম গত প্রায় সপ্তাহ খানেক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্ণেল আজিম মহামারী আক্রান্ত হয়ে অনেকটাই বিপর্যস্ত। লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক মনির আহমেদ জানান, "প্রায় প্রতিদিনই আজিম ভাইয়ের সাথে আমার কথা হয়, তবে শুক্রবার সন্ধার পর আজিম ভাইয়ের সাথে কথা বলতে তাঁকে অনেকটাই বিমর্ষ মনে হয়েছে। কথাগুলো আগের মত স্পষ্ট বুঝা যাচ্ছিলনা। অস্পষ্ট ভাষায় তিনি আমাকে বললেন, সবাইকে দোয়া করতে বলিও, অসুখটা কোন দিকে মোড় নিচ্ছে বুঝতে পারছিনা। তবে তাঁর অক্সিজেন লেবেল এখনও পর্যন্ত ঠিক আছে বলে তিনি জানান"।
এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি, চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম প্রতিমুহুর্তে কর্ণেল আজিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। দলীয় নেতাকর্মীদেরকে কর্ণেল আজিমের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

জনগণ যেদিন ভোট দিতে পারবেন সেদিনই আমরা নির্বাচনে আসবো : গয়েশ্বর

আলেমদের মুক্তি না দিলে হাইকোর্ট ঘেরাওয়ের হুমকি জাফরুল্লাহর

আওয়ামী লীগ সরকার বন্যার পানিতে ভেসে যাবে : আফরোজা আব্বাস

সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না : মির্জা ফখরুল
