খন্দকার মোশাররফ ও তাঁর স্ত্রী'র রোগ মুক্তি কামনায় মালয়েশিয়ায় দোয়া মাহফিল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:০৮ পিএম, ৩ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ১০:১০ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন ও তাহার স্ত্রী বিলকিস আক্তার হোসেন করোনা আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের রোগ মুক্তির কামনা করে মালয়েশিয়াস্থ ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২ এপ্রিল) কুয়ালালামপুরের বুকিত বিনতানের বাংলাদেশী সুরাওতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
মালয়েশিয়াস্থ ড. খন্দকার মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সভাপতি ও বিএনপির মালয়েশিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদের সভাপতিত্বে যুগ্ম সাধারণ মোহাম্মদ বিল্লাল হোসেনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও মালয়েশিয়া বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মোল্লা, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিন, প্রচার সম্পাদক এসএম বশির আলম, যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম খান, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবু কাউছার ভূইয়া, বিএনপির নেতা আব্দুর রহিম ভূঁইয়া, মো জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ জালাল হোসেন, যুবদলের নেতা রমজান আলী, নুরএ সিদ্দিকী সুমন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ডঃ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের মালয়েশিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ নবী খান, মোহাম্মদ বাবুল হোসেন, বায়েজিদ, বাবু সরকার মহসিন কবিরসহ আরো অনেকে।
আলোচনা শেষে ড.খন্দকার মোশাররফ হোসেন ও তাহার স্ত্রী বিলকিস আক্তার হোসেন এবং বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ করোনা আক্রান্ত সকল পর্যায়ের মানুষের রোগ মুক্তি কামনায় সুরা ফাতিহা পাঠ শেষে মোনাজাত করেন কুয়ালালামপুরের বুকিত বিনতানের বাংলাদেশী সুরাও ঈমাম ইব্রাহিম খলিল।