বিএনপি নেতা আলী আজগর আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৯ পিএম, ৩ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০৫:০৫ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও দুইবারের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আজগর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর ।
গতকাল শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় ফুসফুসজনিত সমস্যায় ঢাকার নিজ বাসা কলাবাগান থেকে ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে লিভার, ফুসফুলসহ বিভিন্ন রোগে ভুগছিলেন আলী আজগর। শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর কলাবাগান এলাকার নিজ বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলী আজগরের ছেলে খালেদ ইকবাল লিটুল জানান, শনিবার (৩ এপ্রিল) বাদ জোহর হালুয়াঘাট মহিলা কলেজে প্রথম নামাজে জানাজা ও বাদ আছর সদরের চরলক্ষ্মীপুর গ্রামের কাছিমুল উলুম মাদ্রাসায় দ্বিতীয় জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
জানা গেছে, বর্ষীয়ান এ রাজনীতিবিদ ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। এছাড়াও হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ১৯৮৭ ও ২০০৯ সালে দুই মেয়াদে দ্বায়িত্ব পালন করেন তিনি।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন আলী আজগর। তিনি গোবরাকুড়া স্থলবন্দর আমদানি ও রফতানিকারক সমিতির মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। আলী আজগর বিএনপিতে যোগদানের আগে জাসদ ও জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামসু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব প্রমুখ।